প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) আসন্ন চায়না সফরে দলের সাথে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই পিএসজির মধ্যে বেশ ঝামেলা চলছে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সাথে নিজেকে আর মানিয়ে নিতে পারছেন না, নেইমার নিজেও এই ধরনের ইঙ্গিত ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন।
২৭ বছর বয়সী নেইমার আবারও বার্সেলোনায় ফিরছেন, এমন গুঞ্জনে ট্রান্সফার মার্কেট সরগরম রয়েছে। ৮ জুলাই পিএসজি’র প্রাক-মৌসুম অনুশীলনে যোগ না দেয়ায় নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠে। নেইমারের ওই সিদ্ধান্তের বিপরীতে ক্লাব কার্যকর পদক্ষেপ গ্রহণের হুমকিও দিয়েছিল। যদিও এক সপ্তাহ পর তিনি অনুশীলনে যোগ দেন।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজিতে থাকাকালীন নেইমার বলেছিলেন বার্সেলোনার হয়ে খেলার সময় পিএসজিকে হারানোর ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা স্মৃতি। এই বিষয়টি আরও বিতর্কের সৃষ্টি করেছে। পিএসজির অনুশীলনে যোগ দেবার আগেরদিন নিজের ফুটবলীয় স্মৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে প্রথম লেগে ৪-০ গোলে পরাজয়ের পরও দ্বিতীয় লেগে ৬-১ গোলের জয়ের ম্যাচটির কথা নেইমার উল্লেখ করেন।
এছাড়াও তিনি বার্সেলোনার জার্সি গায়ে দিয়ে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছিলেন। এসবই নেইমারকে আসন্ন মৌসুমের আগে কিছুটা হলেও বিতর্কিত করে তুলেছে। গোঁড়ালির ইনজুরির কারণে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা খেলতে পারেননি নেইমার। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে তিনি পিএসজিতে যোগ দিয়েছেন। আর সে কারণেই চায়না সফরে তাকে দলে রাখা হয়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এক্স-রে পরীক্ষায় নেইমারের গোঁড়ালিতে কোনো সমস্যা ধরা পড়েনি।
আজ চায়নায় পৌঁছাবে পিএসজি। শনিবার ম্যাকাওতে ইন্টার মিলান ও ৩০ জুলাই সুজুতে সিডনি এফসির মোকাবেলা করবে প্যারিসের জায়ান্টরা। আগামী ৩ আগস্ট রেনের বিপক্ষে ফ্রেঞ্চ মৌসুম শুরুর ঐতিহ্যবাহী চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেনজেনে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলতে মাঠে নামবে পিএসজি।
পিএসজির পক্ষ থেকে আরও জানানো হয়েছে- ১৬ বছর বয়সী ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স বার্সেলোনা থেকে প্যারিসে যোগ দিতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম