খেলাধুলা সামগ্রী প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান নাইকির পুরোনো এক জোড়া জুতা রেকর্ড দামে বিক্রি হয়েছে। সোনা বা হিরা দিয়ে বাধানোও নয় তারপরও এক জোড়া ৪ লাখ ৩৭ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।
যা বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭০ লাখ ৮৭ হাজার ১৮৭ টাকা। ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী জায়ান্টটির সহ-প্রতিষ্ঠাতা এই জুতার ডিজাইন করে। এটি জুতা নিলামে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
নিলামকারী সংস্থা সোথবি এক বিবৃতিতে জানায়, এর আগে ১৯৮৪ সালে অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা জুতোর সর্বোচ্চ দাম উঠেছিল। ২০১৭ সালে নাইকি জুতা জোড়াটি বিক্রি হয়েছিল ১ লাখ ৯০ হাজার ডলারে।
এসব জুতা কিনেছেন কানাডিয়ান সংগ্রাহক মাইলস নাদাল। তিনি নিলামে ওঠা বাকি ৯৯ জোড়া জুতাও কিনেছেন। যার দাম পড়েছে ৮ লাখ ৫০ হাজার ডলার।
দ্য নাইকি ওয়াফেল মুন সুজ নামের ওই জুতা জোড়ার ডিজাইন করেছেন বিল বোয়ারম্যান। তিনি ছিলেন একজন কোচ এবং নাইকির সহ-প্রতিষ্ঠাতা। যে একশ জোড়া জুতা নিলামে ওঠে তার মধ্যে মাত্র ১২ জোড়া জুতা হাতে তৈরি।
নাইকির নিলামে তোলা একশ জোড়া ট্রেইনার জুতার মধ্যে এই জুতা জোড়াই ছিল সর্বশেষ। নিলামে তোলা এই একশ জোড়া জুতা নিউইয়র্কসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে আসা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন