লর্ডসে টেস্ট খেলতে নেমে আয়ারল্যান্ডের বোলারদের তোপের মুখে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড! যদিও বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও ইংল্যান্ড জুড়ে রয়েছে।
এদিকে কিনা মাত্র ১০ দিনের মাথায় পুঁচকে আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী হতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
এর আগে লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড বোলার টিম মুরতাগের তোপের মুখে পড়েন ইংলিশ ওপেনাররা।
ব্যাট করতে নেমে ররি বার্নস ৬ রানে এবং জেসন রয়কে ৫ রানে ফিরিয়ে দেন মুরতাগ। জো ড্যানলি করেন সর্বোচ্চ ২৩ রান। জো রুট এসে ফিরে গেছেন মাত্র ২ রান করে। জনি বেয়ারেস্ট তো রানের খাতাই খুলতে পারেননি। একই অবস্থা হয়েছে মঈন আলি এবং ক্রিস ওকসেরও।
স্যাম কুরান আর স্টুয়ার্ট ব্রড কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তাদের ১৫ রানের জুটি টিকতে পারেনি বয়েড রানকিনের সামনে। এই রানকিন কিন্তু ইংল্যান্ডের হয়েও একটি টেস্ট এবং ৭টি ওয়ানডে খেলেছেন। ১৬ বলে ১৮ রান করেন স্যাম কুরান। তাকেও তুলে নেন রানকিন।
১৮ বলে ১৯ রান করা অভিষক্ত ওলি স্টোনকে তুলে নেন মার্ক অ্যাডেয়ার। তাতেই পূর্ণ হয়ে যায় ইংলিশদের লজ্জার রেকর্ড।
ম্যাচে ১৩ রান দিয়ে ৫ উইকেট নেন টিম মুরতাগ। অ্যাডেয়ার ৩ টি এবং রানকিন নেন ২ টি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন