ইস্তাম্বুলে উয়েফা সুপার কাপে ১৪ আগস্ট মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী লিভারপুল এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসি। আর এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো উয়েফার এক প্রধান টুর্নামেন্টে দেখা যাবে নারী রেফারি। ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্টেফানি ফ্রেপপার্ট।
এছাড়া তার সঙ্গে থাকবেন আরও দুই নারী অ্যাসিস্ট্যান্ট রেফারি। একজন তার স্বদেশী ম্যানুয়েলা নিকোলোসি এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মিশেল ও’নিল।
এর আগে উয়েফার ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেননি কোনো নারী। ফ্রেপপার্ট হতে যাচ্ছেন এই ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী। ৩৫ বছর বয়সী এই ফরাসী নারী গত জুলাই লিঁওতে নারী বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ