পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির কিছু দিন আগে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিয়ে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় তুলেছেন। এবার তার পথেই হাটলেন অভিজ্ঞ পেসার ওহাব রিয়াজ।
এরই মধ্যে ওহাব তার অবসর সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়ে দিয়েছেন। কানাডায় টি-টোয়েন্টি লিগ থেকে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ৩৪ বছর বয়সী এই পেসার।
পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট খেলে ৮৩ উইকেট নিয়েছেন ওহাব। সর্বশেষ গত বছরের অক্টোবরে ওহাবকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে মাঠে দেখা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ