বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু ব্যাটের ধার যে আগের মতোই আছে সেটা আরও একবার প্রমাণ করলেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তিনদিন আগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হয়। ফলে ২৭৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েও জিততে পারেনি ক্রিস গেইলের দল ভ্যাঙ্কুবার নাইটস। সেই আক্ষেপ এবার গেইল সুদে-আসলে পুষিয়ে নিলেন ৪৪ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলে।
মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে তা নিয়ে তার কোনও আক্ষেপ নেই। ক্রিস গেইল তো এমনই। এবার অবশ্য তার দল জিতেছে। গেইলের ঝোড়ো ইনিংসে ভর করে এদিন এডমন্টন রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে ভ্যাঙ্কুবার। প্রথমে ব্যাট করে এডমন্টন রয়্যালস তোলে ১৬৫ রান। জবাবে ২৭ বল বাকি থাকতেই জয় তুলে নেন গেইলরা।
বিডি-প্রতিদিন/মাহবুব