ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপের পরপরই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে প্রায় দুই হাজার আবেদনও জমা পড়েছে। আর এবার কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলী।
আগ্রহ প্রকাশ করলেও তবে তা এখনই নয়। আরও কয়েক বছর পর এই দায়িত্ব নিতে চান গাঙ্গুলী। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করে সাবেক অধিনায়ক বলেন, ‘অবশ্যই। আমি অবশ্যই আগ্রহী, কিন্তু এখনই সেই সময় নয়। আরও কিছু সময় যাক এরপর নিজের নামটা ওখানে দেবো।’
স্বার্থের সংঘাত যেন না হয় সেদিকে খেয়াল রেখেই গাঙ্গুলীর এমন সিদ্ধান্ত তাও স্পস্ট করে দিলেন। বলেন, ‘বর্তমানে আমি অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছি। আইপিএল, ক্যাব (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল), টিভি ধারাভাষ্যকার। আগে আমাকে এগুলো শেষ করতে দিন। কিন্তু আমি অবশ্যই এখানে যেতে চাই। এমনকি নির্বাচক হলেও। কিন্তু অবশ্যই আমি আগ্রহী। এখন নয় ভবিষ্যতে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ