আগামী অক্টোবরের পাকিস্তানে দুটি টেস্ট খেলার কথা শ্রীলঙ্কার। ফলে সফরের জন্য দেশটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আসন্ন আইসিসি ওয়ার্লড টেস্ট চ্যাম্পিয়ানসিপের জন্য শ্রীলঙ্কা দলকে ২টি টেস্ট খেলতে সফর করতে হবে পাকিস্তানে। নিজেদের সাথে ঘটে যাওয়া অতীতের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে ২ সদস্যের সিকিউরিটি টিম পাকিস্তানে পাঠাবে শ্রীলঙ্কা। আগামী ৬ আগস্ট এই প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কার খেলোয়ারদের বহনকারী বাসে হামলা চালায় অজ্ঞাত ১২ বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ৬ জন খেলোয়ার আহত হন এবং ৬ পাকিস্তানি পুলিশ সদস্য ও ২ জন সাধারণ মানুষ নিহত হন। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছে পাকিস্তান।
বিডি প্রতিদিন/কালাম