এবার আর সবুজ ঘাসের মাঠে নয়, ফুটবল যুদ্ধ গড়ালো ভার্চুয়াল মাঠে। লন্ডনে শুরু হলো ভার্চুয়াল ফিফা ই-ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের প্রথম দিনে গ্রুপ পর্বের ৪০টি গেমস অনুষ্ঠিত হয়। প্রথম দিনে গোল হয় ৬১০টি। এদিন, ব্রাজিলিয়ান খেলোয়াড় জেজিনহো সর্বোচ্চ ৩২টি করেন। জার্মানির মাওউবা ৩১ গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন।
গ্রুপ পর্ব শেষে সেরা চার দল খেলবে নকআউট পর্বে। আজ রবিবার শেষ হবে ভার্চুয়াল গেমসের আসর। এই ভার্চুয়াল বিশ্বকাপে অংশ নিয়েছে বিশ্বের নানা দেশ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ