টানা দ্বিতীয়বারের মতো এফএ কমিউনিটি শিল্ড ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে টাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল ইংলিশ ক্লাব ম্যান সিটি।
রবিবার স্থানীয় সময় বিকালে ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
এই নিয়ে ষষ্ঠবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।
টাইব্রেকারে সিটির ইলকাই গিনদোয়ান, বের্নার্দো সিলভা, ফিল ফোডেন, ওলেকসান্দের জিনচেঙ্কো ও জেসুস লক্ষ্যভেদ করেন।
অন্যদিকে লিভারপুলের দ্বিতীয় শট নিতে আসা জর্জিনিয়ো ভেইনালডামের দুর্বল কিক রুখে দেন ব্রাভো। দলটির বাকি চার গোল করেন জেরদান শাকিরি, অ্যাডাম লালানা, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও সালাহ।
এর আগে রাহিম স্টার্লিংয়ের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা ৭৭তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন