ফরাসি লিগ ওয়ানে নেইমারকে ছাড়াই বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছে পিএসজি। নিমের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা।
রবিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পিএসজি ছাড়তে চাওয়া নেইমার এ ম্যাচে খেলবেন না তা আগেই জানিয়ে দেওয়া হয়।
খেলার ২৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন উরুগুয়াই স্ট্রাইকার কাভানি। পরে দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৯ মিনিটে দি মারিয়া আরও দুটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ