২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৪

ইউরোপায় ম্যানইউ-আর্সেনালের শুভসূচনা

অনলাইন ডেস্ক

ইউরোপায় ম্যানইউ-আর্সেনালের শুভসূচনা

উয়েফা ইউরোপা লীগে শুভসূচনা করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপে ম্যানইউ ১-০ গোলে হারায় কাজাখস্তানের ক্লাব আস্তানাকে। আর ‘এফ’ গ্রুপে জার্মানির ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আস্তানার বিপক্ষে ম্যানইউর জয়ের নায়ক ম্যাসন গ্রিনউড। ১৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড ৭৩তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন। আর এরই মধ্য দিয়ে ইউরোপা লীগে ম্যানইউর সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন গ্রিনডউ।

অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের মাঠে ৩৮তম মিনিটে জো উইলকের গোলে লিড নেয় বর্তমান রানার্সআপ আর্সেনাল। ৭৯তম মিনিটে ডমিনিক করের লাল কার্ডে ১০ দশ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। এরপর ৮৫ ও ৮৭তম মিনিটে আরো দুই গোল দেয় আর্সেনাল। গোলদুটি করেন বাকায়ো সাকা ও গ্যাবনিজ তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর