উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাহরাইন ও মিয়ানমারের বিপক্ষে জয়ে মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি মেয়েদের জন্য স্রেফ নিয়মরক্ষার। তবে শতভাগ সাফল্য দিয়ে বাছাই শেষ করতে মুখিয়ে আছেন শিউলি ও তার সতীর্থরা।
শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। এছাড়া তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হওয়ায় মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কারণ গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।
ফিফা র্যাংকিংয়ে ১৪১তম স্থানে আছে তুর্কেমেনিস্তান। টুর্নামেন্টে ২ ম্যাচে ১টি করে ড্র ও হারে ১ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া স্বাগতিক মিয়ানমারের ৩ ও বাহরাইনের ১ পয়েন্ট রয়েছে।
তুর্কেমেনিস্তানের বিপক্ষে ম্যাচেও দলের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ প্রধান কোচ পিটার বাটলার।
বাংলাদেশ নারী ফুটবল দল :
রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র) মনিকা চাকমা, মারিয়া মান্দা, রিতু পর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), সাগরিকা, আফিদা খন্দকার (অধিনায়ক), শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সৌরভি আকন্দা প্রীতি, সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবীরন খাতুন, মিলে আক্তার, উম্মেলা মারমা ও নিলুফা ইয়াসমিন নিলা।
বিডি প্রতিদিন/নাজিম