১৩ নভেম্বর, ২০১৯ ১০:১১

‘আক্রমণাত্মক’ অধিনায়ক হতে চাই: মুমিনুল

অনলাইন ডেস্ক

‘আক্রমণাত্মক’ অধিনায়ক হতে চাই: মুমিনুল

যে কোন ফরম্যাটেই ভারত শক্তিশালী প্রতিপক্ষ। বিশেষ করে তাদের ঘরের মাঠে, আর তা যদি হয় টেস্টে তাহলে তো প্রতিপক্ষের জন্য আরও বড় সমস্যা। কিন্তু প্রথমবার ভারতের মাটিতে দলের নেতৃত্ব দিতে এতটুকু দুশ্চিন্তা করছেন না টাইগার অধিনায়ক মুমিনুল। বরং সেখানে নিজেকে আক্রমণাত্মক অধিনায়ক হিসেবেই তুলে ধরতে চান।

তিনি বলেন, ‘আমি আক্রমণাত্মকভাবে খেলতে পছন্দ করি। আক্রমণাত্মক অধিনায়ক হতে চাই, যেটা বেশি সাফল্য এনে দেয়। পরিস্থিতি অনুযায়ী, আমি আমার আক্রমণাত্মক মানসিকার মাঝেই রক্ষণাত্মক হবো।’

নেতৃত্ব বাড়তি চাপ কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘নেতৃত্ব দেওয়া বাড়তি চাপ নয়। এটার অনুভূতি দারুণ, এটা একটা সুযোগ। এটা নিয়ে বাড়তি কিছু ভাবতে চাই না। আমি আশাবাদী। আমি শুধু দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দলের জন্য ভালো কিছু করতে চাই।’

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আর ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দিবা-রাত্রির দ্বিতীয় ও শেষ টেস্ট।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর