বিশ্বের প্রথম দেশ হিসেবে হাজারতম ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডের লেগেছে ১৪৭ বছর। এর আগে খেলা ৯৯৯টি ম্যাচের মধ্যে ৫৬৮টি ম্যাচে জয় পেয়েছে তারা। তবে বিশ্বকাপ জিতেছে মাত্র ১টি। বৃহস্পতিবার '২০২০ ইউরো' বাছাইয়ে মন্টিনিগ্রোর বিপক্ষে ১০০০ তম ম্যাচ খেলবে হ্যারি কেনরা।
প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় ইংল্যান্ড। ১৮৭২ সালের নভেম্বরে ওভালের মাঠে মুখোমুখি হয়েছিল দু'দল। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়ের মুখ দেখেনি কেউই। এরপরের বছরই ইংল্যান্ড ফুটবলে প্রথম জয় পায় এবং সেটি এই স্কটল্যান্ডের বিপক্ষেই। ১৮৭৩ সালে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের কেনসিংটন ওভালে।
১৯৬৬ সালে ইংল্যান্ডের ঘরে প্রথমবারের মতো ওঠে বিশ্বকাপের ট্রফি। এরপর অবশ্য আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ইংলিশদের। এ পর্যন্ত ছয়বার কোয়ার্টার ফাইনাল খেলেছে দলটি। ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে দীর্ঘ ২৮ বছর পর সেমিফাইনাল খেলে আসর থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ফারজানা