১৪ নভেম্বর, ২০১৯ ১১:৪৮

যে কারণে টেস্ট দলে জায়গা হয়নি ফিজের

অনলাইন ডেস্ক

যে কারণে টেস্ট দলে জায়গা হয়নি ফিজের

ভারতের ইন্দোরে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচের একাদশে জায়গা হয়নি 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমানের। দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন মুস্তাফিজ। আগের মতো কার্যকর বোলিং আর দেখা যায় না বলে শুরু হয়েছিল সমালোচনা। ভারতে টি-টোয়েন্টি সিরিজে একদমই নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজ। প্রচুর রান দিয়েছেন। শুধু টি-টোয়েন্টিই নয়, নিজের শেষ ৩ টেস্টে নিতে পেরেছেন কেবল ২ উইকেট।

১২ মাসে ১৯ ওয়ানডেতে ৩৯ উইকেট নিয়েছেন তিনি। তার ওয়ানডে ক্যারিয়ারের ইকনোমি যেখানে ৫.২৪, সেখানে গত ১২ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩৫! টি-টোয়েন্টিতে এই পরিসংখ্যান আরও করুণ। গত ১২ মাসে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ক্যারিয়ারের ইকনোমি ৭.৭৯ হলেও গত ১২ মাসের ইকনোমি হয়েছে ৯.২০!

বিশ্বের সবচেয়ে চোটপ্রবণ ক্রিকেটারদের একজন মুস্তাফিজ। সব মিলিয়েই আজ কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নির্বাচকেরা। কোনো অধিনায়কই এখন তাকে প্রধান স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করেন না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর