আগামীকাল থেকে আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশীপ।
শনিবার সকাল ৮টায় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অ.)।
চ্যাম্পিয়নশীপে রিকার্ভ ডিভিশনে ৩টি ও কম্পাউন্ড ডিভিশনে ২টি ক্যাটাগরীতে পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। ক্যাটাগরীগুলো হলো রিকার্ভ জুনিয়র অনুর্ধ্ব-২০, রিকার্ভ ক্যাডেট অনুর্ধ্ব-১৭, রিকার্ভ ইয়াংস্টার অনুর্ধ্ব-১৪ এবং কম্পাউন্ড জুনিয়র অনুর্ধ্ব-২০ ও কম্পাউন্ড ক্যাডেট অনুর্ধ্ব-১৭।
বিভিন্ন জেলা, সার্ভিসেস, বিকেএসপি ও ক্লাবসহ ১০টি দলের ৫৩ জন রিকার্ভ পুরুষ ও ২৫ জন রিকার্ভ মহিলা এবং ১৫ জন কম্পাউন্ড পুরুষ ও ১০ জন কম্পাউন্ড মহিলা দুই দিনব্যাপী এই চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিডি প্রতিদিন/আরাফাত