অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। এক সপ্তাহ পর একই কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়ান আরেক অজি ব্যাটসম্যান নিক ম্যাডিনসন। এবার একই সমস্যায় সরে দাঁড়ালেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইল পাকোভস্কি।
২১ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান পাকোভস্কির জাতীয় দলে অভিষেকের সম্ভাবনা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে, দল ঘোষণার আগে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে অস্ট্রেলিয়ার তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান নিজেই নির্বাচকদের জানিয়ে দেন সরে দাঁড়ানোর কথা।
অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরতি নেওয়া পাকোভস্কি এর আগেও দুইবার একই কারণে বিরতি নিয়েছিলেন। ২০১৮-১৯ মৌসুমের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন পাকোভস্কি।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২১ নভেম্বর, গাব্বায়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, অ্যাডিলেড ওভালে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ