১৬ নভেম্বর, ২০১৯ ১৪:৫৬

ব্যাটিং বিপর্যয়ের মাঝে মুশফিকের অর্ধশতক

অনলাইন ডেস্ক

ব্যাটিং বিপর্যয়ের মাঝে মুশফিকের অর্ধশতক

ব্যাটসম্যানদের বিপর্যয়ের মাঝেও কিছুটা নির্ভার মুশফিকুর রহিম। মনে হচ্ছে স্বাগতিকদের সঙ্গে একাই লড়ে যাচ্ছেন মিস্টার ডিপেনডেবল। ইতোমধ্যেই অর্ধশতকের ঘর পাড়ি দিয়েছেন। পাঁচে ব্যাট করতে নেমে এরইমধ্যে দুই-দুইজন সঙ্গী হারিয়েছেন তিনি। এখন দেখার অপেক্ষা কতক্ষণ টিকে থাকে মুশির হাসি।

এর আগে জুটি গড়ার চেষ্টা করেও ফেলের কাতারে সামিল হন মাহমুদউল্লাহ। পারেননি জুটি গড়তে। বিপর্যয়ে থাকা বাংলাদেশকে আরও বিপদে ফেলে আসলেন। চার উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রিয়াদ। কিন্তু আলো ছড়ানোর আগেই যান নিভে। দলীয় ৭২ রানের মাথায় মোহাম্মদ শামির শিকার হয়ে ফেরেন সাজঘরে। এরপর একই পথ ধরেন লিটন দাসও।

৬০ রান তুলতেই ৪ উইকেট হাওয়া। এক কথায় চাপে তখন বাংলাদেশ। নিয়মিত উইকেট খুইয়ে এক প্রকার বড় হারের ক্ষণই গুনছিল টাইগাররা। ওই সময়ই উইকেটে থিতু হয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করছেন মুশফিক। ১০৯ বল খেলে ৫২ রান করেছেন মুশফিক। লিটন দাসের বাজেভাবে আউটি হওয়ার পর মুশফিককে ভালোই সঙ্গ দিচ্ছেন মেহেদি মিরাজ। ৩৭ বলে ২৬ রান করেছেন মিরাজ। অশ্বিনের স্পিনে বেসামাল ক্যাচ তুলে দেন লিটন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে বাংলাদেশ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর