ফুটবল মানেই ব্রাজিল। নাটকীয়তায় ভরা ম্যাচে হঠাৎ জয়, এমনকি সংকটকালীন মুহূর্তেও ম্যাচ নিজেদের করে নেওয়া ব্রাজিলের পক্ষেই কেবল মানায়। এমন ঘটনাই ঘটল রবিবার রাতে।
বার কয়েক ক্রসবারে বাধা। বার কয়েক ফিনিশারের অভাব। এর ভেতর পিছিয়ে পড়া। তারপর মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে বিশ্বকাপ শিরোপা দখল করা! এটি ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের দৃশ্য।
ব্রাসিলিয়ায় এই ফাইনালে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে ব্রাজিলের কিশোররা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে এগিয়ে যায় মেক্সিকো। ব্রায়ান গঞ্জালেজ হেড করে জাল খুঁজে নেন।
পিছিয়ে পড়ার পর বেশ হকচকিয়ে যায় ব্রাজিল। কিছুটা উবে যায় ছন্দ। তাদের কপাল খোলে ৮৪ মিনিটে।
কাইও হোর্হে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের পর ব্রাজিল আবার দাপট দেখাতে শুরু করে।
ম্যাচের একদম অন্তিম মুহূর্তে (৯০+৩) জয়সূচক গোলটি করে ফেলেন লাজারাও।
অনূর্ধ্ব-১৭ পর্যায়ে ব্রাজিলের এটি চতুর্থ বিশ্বকাপ শিরোপা।
অন্যদিকে বয়সভিত্তিক টুর্নামেন্টে গত আট বছরে এটি ছিল মেক্সিকোর তৃতীয় ফাইনাল।
বিডি প্রতিদিন/কালাম