আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদকে দলে ভেড়াতে আলোচনা করছে রংপুর রেঞ্জার্স। টুর্নামেন্টের পুরোটা সময় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শেহজাদকে দলে নিতে আলোচনা করছে রংপুর রেঞ্জার্স।
এর আগে, নিলামের মাধ্যমে ক্যারিবীয় তারকা শাই হোপকে দলে টানে রংপুর। কিন্তু পুরো টুর্নামেন্ট নয়, মাত্র এক সপ্তাহ খেলতে পারবেন বলে পরবর্তীতে রংপুরকে জানিয়ে দেন হোপ।
রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল ডেরেক্টর হাবিবুল বাশার সুমন জানান, তারা একই রকম বদলী খেলোয়াড় নিতে চান এবং সেক্ষেত্রে সেরা বিকল্প হতে পারেন শেহজাদ।
অন্যদিকে, ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেরতে রাজি হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ মুসা। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের হয়ে খেলছেন মুসা। আন্তর্জাতিক টি-২০ ও টেস্ট ক্রিকেটে ইতোমধ্যেই তার অভিষেক হয়েছে।
স্থানীয় রুবেল হোসেনের সঙ্গে জুটি বেঁধে চট্টগ্রামের পেস আক্রমণ সামলাবেন মুসা। সতীর্থ পাকিস্তানের ইমাদ ওয়াসিমকেও ড্রেসিং রুমে পাচ্ছেন মুসা।
বিডি-প্রতিদিন/মাহবুব