দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ত্রয়োদশ আসরে ব্রোঞ্চ দিয়ে পদকের খাতা খুলল বাংলাদেশ। কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরার নৈপুণ্যে আসে এই পদক।
আসরের দ্বিতীয় দিন সোমবার এই পদক জেতেন অন্তরা। এই বিভাগে স্বর্ণ জিতেছে পাকিস্তান। রৌপ্য জিতেছে নেপাল।
একই ইভেন্টের পুরুষ এককে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান।
টুর্নামেন্টে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/কালাম