বরিশালে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং অংশগ্রহণকারী খেলোয়ারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম অজিয়র রহমান।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বিসিবির নির্বাচক এহসানুল হক সেজানসহ দুই দলের কোচ, ম্যানেজার এবং খেলোয়াররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বরিশাল সিলেট ও চট্টগ্রাম পরস্পরের বিরুদ্ধে ৩ দিনের ম্যাচে অংশগ্রহণ করছে।
জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী মো. মাইনুল ইসলাম জানান, বরিশাল স্টেডিয়ামে মাসব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন, ঢাকা উত্তর, বিকেএসপি, সিলেট ও চট্টগ্রাম দল ৩ দিনের ম্যাচে প্রত্যেকের মুখোমুখি হবে। প্রতিযোগিতার শীর্ষ দল ঢাকায় ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উন্নীত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার