প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। নিউজিল্যান্ডের মাঠে হ্যামিল্টন টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন রুট।
২০০৮ সালে নেপিয়ারে ১৯৭ রানের ইনিংস খেলেন উইন্ডিজ অধিনায়ক গেইল। ৪৪১ বল মোকাবেলায় ২২ বাউন্ডারি আর ১ ছক্কায় রুটের ২২৬ রানের মহাকাব্যিক ইনিংসটির পরিসমাপ্তি ঘটান মিচেল স্যান্টনার।
চলমান হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের করা ৩৭৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশরা। সেই অবস্থা থেকে দুর্দান্ত ব্যাটিং করে দলকে খেলায় ফেরান জো রুট।
সোমবার ১১৪ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে দাপুটে ক্রিকেট খেলেন রুট। তিন বছর পর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে ২২৬ রান করেন রুট।
জো রুট আউট হওয়ার পর হুড়মুড়ে ভেঙে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ ২১ রানে ৫ উইকেট হারিয়ে ৪৭৬ রানে অলআউট সফরকারীরা।
১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৯৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এখনও তারা অতিথি ইংল্যান্ড থেকে ৫ রান দূরে। কেন উইলিয়ামস ৩৭ আর রস টেলর ৩১ রানে অপরাজিত আছেন।
এর আগে দুই টেস্টের সিরিজের প্রথম খেলায় ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন