কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ারকে পাচ্ছে না রংপুর রেঞ্জার্স। বিপিএলের নিলামে থাকলেও দল গোছানোর পর এই কোচ জানিয়েছেন, এবারের বিপিএলে আসবেন না তিনি।
খবরটি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জার্সের পরিচালক আকরাম খান। এটাও জানিয়েছেন, নতুন কোচ হিসেবে রংপুরের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল।
এ ব্যাপারে আকরাম খান জানান, গ্রান্ট ফ্লাওয়ারকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন দায়িত্ব দিয়েছে। তাকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান বোর্ডটি। এ কারণে আসন্ন বিপিএলে তিনি কাজ করতে পারবেন না বলে জানান।
মার্ক ও’ডনেল নিউজিল্যান্ডের অকল্যান্ড দলকে ১১ বছর কোচিং করিয়েছেন। তার অধীনে দলটি ৮টি শিরোপাও জিতেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ