লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে অনেক তারকার ভিড়ে নিজের আলোটা ঠিকমতো জ্বালাতে পারছিলেন না ২৭ বছর বয়সী তারকা ফিলিপ্পে কুতিনহো। শেষ পযর্ন্ত চলতি মৌসুমের শুরুতে কাতালানরা আঁতোয়া গ্রিজম্যানকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে নিয়ে এসে কুতিনহোকে ধারে পাঠিয়ে দিলেন বায়ার্ন মিউনিখে।
অবশ্য তাতে লাভবান হয়েছেন সেলেকাও মিডফিল্ডার। পড়তি ফর্ম থেকে বেরিয়ে বাভারিয়ানদের জার্সিতে ছন্দে ফিরলেন তিনি। যার ফলে জার্মান জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও বার্সেলোনাতে না ফেরার পরিকল্পনা করছেন কুতিনহো। মনোযোগটা এখন বুন্দেসলিগা খেলার দিকেই দিচ্ছেন তিনি।
কুতিনহো বলেন, ‘আমি এখানে খুবই আরামে আছি। আমি বছরের জন্য এখানে থাকার পরিকল্পনা করছি এবং এখানে আমার সময়ের দিকে ফোকাসটা দিচ্ছি। যদি সবকিছু ফিট থাকে তাহলে আমি এখানে (বায়ার্ন মিউনিখ) থেকে যেতে চাই।’
অবশ্য বায়ার্ন কুতিনহোর সঙ্গে নতুন চুক্তিতে যাবে কিনা তা এখনো অনিশ্চিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ