অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা গেছে ফিল্ডিং সাজাচ্ছেন স্টিভ স্মিথ। আর এটাই মানতে পারছেন না প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।
এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এটা কিন্তু আমি একেবারেই পছন্দ করছি না দেখতে যে স্টিভ স্মিথ কয়েকজন ফিল্ডারকে অন্যত্র সরে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছে।”
ঠিক কী ঘটেছিল গোলাপি বলে দিনরাতের অ্যাডিলেড টেস্টে, সেটাও নজরে পড়েছে গ্রেগ চ্যাপেলের। তিনি বলেছেন, “টিম পেইনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিল স্মিথ। একজন ফিল্ডারকে সরাতে বলেছিল অনসাইডে। কিন্তু স্মিথ যতটা চেয়েছিল, পেইন ততটা সরিয়েছিল বলে আমার মনে হয় না। ফলে স্মিথ এবার নিজের পছন্দের জায়গায় সেই ফিল্ডারকে যেতে নির্দেশ দেয়। আর এটা দেখতেই ঘৃণা বোধ করেছি। ইংল্যান্ড ক্রিকেটে এমন ঘটনা ঘটে। যেখানে ক্যাপ্টেন ছাড়াও অন্যরা ফিল্ডিং সাজায়। কিন্তু আমার বরাবর মনে হয় এমন করা অধিনায়কের প্রতি অসম্মানজনক, তাঁকে অপমান করা।”
এই ঘটনাকে ‘হোয়াইট-অ্যান্টিং’ বলে চিহ্নিত করেছেন ইয়ান চ্যাপেল। তার মতে, এই ঘটনা দলে অধিনায়কের কর্তৃত্বকে অস্বীকার করে। আর সেটাই মানতে পারছেন না তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ