ক্রিকেট কোচের বিরুদ্ধে নানা অনিয়ম, নির্যাতন ও দুর্নীতির অভিযোগে মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক ক্রিকেট খেলোয়াড় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে।
এ সময় জেলার কৃতি ক্রিকেটার মিনহাজুল ইসলাম ইমন লিখিত অভিযোগে মাগুরার বর্তমান ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কির বিরুদ্ধে জেলা দলের অধিনায়ক পাপাই বৈদ্যসহ বেস কজন খেলোয়াড়দেরকে নির্যাতন, অনিয়ম, অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়েমের কারণে ১২ দফা দাবি তুলে তার প্রত্যাহারের জন্য মানববন্ধন করে। সাবেক জেলা দলের অধিনায়ক শেখ মনছুর ইসলাম মাগুরার ক্রিকেটের উন্নয়নে নতুন কোচ নিয়োগসহ ৬ দফা দাবি তুলে ধরেন। এ ছাড়া বক্তব্য রাখেন ক্রিকেটার সোহানুর রহমান, মনির হোসেন, রনি, রাজিব, আসলাম প্রমুখ।
পরে খেলোয়াড়রা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ক্রিড়া সংস্থা বরাবর স্মারকলিপি প্রদান করে। অভিযুক্ত ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি বিষয়টি অস্বীকার করে অভিযোগগুলো ষড়যন্ত্র বলে দাবি করেন।
এ ব্যাপারে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন জানান, চূড়ান্ত বাছাই দল থেকে কয়েকজন বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে। আমি সকলকে শান্ত থকাতে বলেছি। আগামী ২৮ ডিসেম্বর মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার