এসএ গেমসের ইতিহাসে হাই জাম্পের ইভেন্টে বাংলাদেশকে প্রথমবারের মতো পদক এনে দিলেন মাহফুজুর রহমান। মঙ্গলবার কাঠমান্ডুতে অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনে ছেলেদের হাই জাম্পে যৌথভাবে রুপা জিতেছেন তিনি।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২.১৬ মিটার উচ্চতা টপকে যুগ্মভাবে দ্বিতীয় হন মাহফুজুর। এই ইভেন্টে ভারতের সারভেশ অনিল স্বর্ণ পদক জিতেছেন।
২.১৫ মিটার উচ্চতা পেরিয়ে এর আগে হাই জাম্পে জাতীয় রেকর্ড গড়েছিলেন মাহফুজুর। এবার দক্ষিণ এশিয়ান গেমসে আগের রেকর্ডটি নতুন করে লেখালেন এ ক্রীড়াবিদ।
কাঠমাণ্ডুতে এশিয়ান গেমসে (এসএ) সোমবার বাংলাদেশকে স্বর্ণ জয়ের সুখবর এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি। এরপর মঙ্গলবার সকালে বাংলাদেশকে স্বর্ণ জেতেন আল আমিন। দেশের তৃতীয় এবং দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার পিয়া। পরে দেশের হয়ে চতুর্থ স্বর্ণ জেতেন হুমায়রা আক্তার অন্তরা।
এবারে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পদক বিজয়ী প্রত্যেক ক্রীড়াবিদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/মাহবুব