রাজশাহীর পুঠিয়ায় পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলা হয়েছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন পুঠিয়া থানার বিরালদহ গ্রামের উমেদ আলীর ছেলে হাসান হাবীব। আদালত পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসাবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, পুঠিয়া থানার বিরালদহ গ্রামের মৃত দুলাল আলী মণ্ডলের পুত্র রাশেদুলের সঙ্গে একই থানার কান্দ্রা গ্রামের আবদুল আজিজের মেয়ে সাগরী বেগমের (২৪) সঙ্গে বিয়ে হয়। তাদের সাগর (১০) নামে একটি ছেলে আছে। রাশেদুল বাড়িতে অধিকাংশ সময় অনুপস্থিত থাকার কারণে তার স্ত্রী সাগরী বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
কিছুদিন আগে সাগরী বেগম শিশু সন্তানকে রেখে রাশেদুলের সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গত ২৯ নভেম্বর স্ত্রীকে খবর দিয়ে রাশেদুল বাড়িতে আনলে দুপুর ১২টার সময় ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। তারপর রাশেদুলের মাথা ঘোরাসহ বমি বমি ভাব হলে মোবাইল ফোনে চাচাতো ভাই হাসান হাবীবকে জানান। পরে হাসান হাবিব দ্রুতই রাশেদুলকে নিয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। ওইদিন সন্ধ্যা সোয়া ৬টায় রাশেদুলের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে হাবিব অভিযোগ করলে তা আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার।
বিডি-প্রতিদিন/মাহবুব