সদস্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল হক। তিনি বলেন, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফর্মহীনতা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।
পিসিবির ওয়েবসাইটকে মিসবাহ বলেন, ‘আমাদের মুল বোলার ইয়াসির ও আব্বাস, সেই সঙ্গে আজহারের মত আমাদের কয়েকজন মূল ব্যাটসম্যানের পারফরম্যান্সে আমরা উদ্বিগ্ন। এটি আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে উঠেছে। আমাদের বোলিং বিভাগে দারুণ ঘাটতি চোখে পড়েছে। আমরা প্রতিপক্ষ দলের উপর কোন চাপই সইষ্ট করতে পারিনি। তাদের ব্যাটসম্যানদের আউট করতে পারিনি। এখানে সব সময় আমাদের এই সমস্যাটি হচ্ছে।
নিজেদের করণীয় প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘এখানে সফল হতে হলে আমাদের উন্নতির প্রয়োজন, জানতে হবে এখানকার কন্ডিশনে কেমন বোলিং করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে এখানে কিছু কৌশল মানিয়ে নেয়ার বিষয় রয়েছে। আপনার স্কোরিং এলাকা পরিবর্তিত হচ্ছে, সুতরাং ভবিষ্যতে আমাদের এসব বিষয়ে নজর দিতে হবে। সার্বিক বিবেচনায় অস্ট্রেলিয়া তাদের কন্ডিশনে আমাদের চেয়ে অনেক বেশি ভাল ছিল।’
নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে শীর্ষ পয়েন্ট ধারী ভারতের সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব