বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম এখন ভারতের আহমেদাবাদে। এ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার। এখানেই বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এখনো এ বিষয়ে অনুমতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ম্যাচের বিষয়ে এখনো আইসিসির অনুমোদন পাওয়া যায়নি।
৬৩ একর জমির ওপর তৈরি করা হয়েছে আহমেদাবাদের ওই স্টেডিয়াম। এখানে একটি ক্লাব হাউস ও অলিম্পিক সাইজের সুইমিং পুল থাকবে। ভূমিকম্পসহনীয় এ স্টেডিয়ামে সাধারণ ফ্লাডলাইটের পরিবর্তে থাকবে এলইডি লাইটস।
বিডি প্রতিদিন/ফারজানা