পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ফিল্ডিং করার সময় স্টিভ স্মিথ নিজের সিদ্ধান্ত অধিনায়ক টিম পেইনের উপরে চাপিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন ইয়ান চ্যাপেল। তিনি আরও বলেন, ‘‘পেইনকে অগ্রাহ্য করেই ফিল্ডার সাজাচ্ছিল স্মিথ।’’
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের আরও অভিযোগ ছিল, পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করেছেন স্মিথ। চ্যাপেলের ইঙ্গিত ছিল, এই ভাবেই ভিতরে ভিতরে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা চলছে পেইনকে।
যে অভিযোগের জবাব মঙ্গলবার দিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, ‘‘আমি সব সময় শুধু চেষ্টা করি টিমকে (পেইন) সাহায্য করার।’’ চ্যাপেল যে অভিযোগ করেছেন, তার জবাবে কী বলবেন? আপনি সত্যিই পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছেন? স্মিথের জবাব, ‘‘টিম কিন্তু অধিনায়ক হিসেবে দারুণ কাজ করছে। আমি শুধু চেষ্টা করি মাঝে মাঝে ওকে পরামর্শ দিতে। সাহায্য করতে।’’
স্মিথ বলেন, ‘‘আমি চাই সব রকম ভাবে দলের কাজে আসতে। দলকে সাহায্য করতে। পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছি না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ