এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার দুপুরে এ সংবাদ পাওয়া যায়।
জানা যায়, দলগত একটি ইভেন্টে অংশ নিয়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।
মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।
এর আগে, এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসের তৃতীয় দিন মঙ্গলবার মেয়েদের কারাতে ডিসিপ্লিনের কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ