কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পাওয়া এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজান আক্তার পিয়া সিটি স্ক্যানের রিপোর্ট নরমাল এসেছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রিপোর্ট নরমাল এসেছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। বলেছে, সমস্যা নেই। তারপরও ডাক্তার ওকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। এরপর সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র দেবেন।”
এর আগে, বুধবার ইভেন্ট ভেন্যু সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে দলগত ইভেন্টে শ্রীলঙ্কার প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে আঘাত পান মারজান আক্তার পিয়া। সাথে সাথে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর স্থানান্তর করা হয় ব্লু-ক্রস হাসপাতালে। সেখানে তার সিটি স্ক্যান করানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব