২৩ জানুয়ারি, ২০২০ ২১:১৩

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে বুরুন্ডি

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে বুরুন্ডি

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। বুরুন্ডির হয়ে তিনটি গোলই করেছেন ফরোয়ার্ড জসপিন শিমিরিমানা। বঙ্গবন্ধু গোল্ডকাপে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। 

প্রথমটি করেছিলেন মরিশাসের বিপক্ষে। আজ দ্বিতীয় হ্যাটট্রিক করে ডুবালেন স্বাগতিকদের। তিন ম্যাচ সাত গোল করেছেন এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই ইনজুরিতে পড়েন আগের ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়া। তাকে উঠিয়ে মাঠে নামানো হয় মাহবুবুর রহমান সুফিলকে। ৮ মিনিটেই সুফিলের পাসে মোহাম্মদ ইব্রাহিম গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। এ সময় জামাল ভুঁইয়ার লম্বা পাসে ডি বক্সের সামনে বল পেয়ে যান সুফিল। তিনি বাড়িয়ে দেন মোহাম্মদ ইব্রাহিমকে। ইব্রাহিমের নেওয়া শট দ্বিতীয় পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। সেখান থেকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল বুরুন্ডিও। এ সময় বাংলাদেশের গোলরক্ষক রানাকে সামনে এগিয়ে আসতে দেখে দূর থেকেই উঁচু করে শট নেন জসপিন শিমিরিমানা। তার নেওয়া শটও বারে লেগে বাইরে চলে যায়।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আরো একবার বিদায় নিতে হয় সেমিফাইনাল থেকে। আর প্রথমবার বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিয়েই ফাইনালে নাম লেখালো বুরুন্ডি।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর