আর্থিক অনিয়মের জন্য উয়েফা পরের দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। পেপ গার্দিওলার ক্লাবের বোর্ড শাস্তির বিরুদ্ধে আদালতে যাচ্ছে। কিন্তু তার আগে এবারের চ্যাম্পিয়ন্স লিগে সের্খিয়ো আগুয়েরোদের পরীক্ষা শুরু শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
লা লিগায় রিয়াল বনাম বার্সা দ্বৈরথে গার্দিওলার চাণক্যের ভূমিকা সুবিদিত ফুটবলমহলে। ইংল্যান্ডের ক্লাবের দায়িত্ব নেওয়া পেপের বিরুদ্ধে জিনেদিন জিদানের ফুটবলারেরা কতটা লড়াই করেন, তা দেখতে মাদ্রিদে আগ্রহ তুঙ্গে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভবিষ্যদ্বাণীর রাস্তায় হাঁটলেন না রিয়াল ম্যানেজার। তবে ম্যানসিটির বল দখলে রাখার অবিশ্বাস্য ক্ষমতার কথা স্বীকার করেও বললেন, ‘‘অনেক দলই নিজেদের দখলে বল রেখে খেলে। সিটির এটাই শক্তি নয়।’’
যোগ করেন, ‘‘বিশ্বের সেরা কোচের অধীনে খেলাও বড় শক্তি। সিটি ছাড়াও বার্সেলোনা, বায়ার্নে পেপ সেটা প্রমাণ করেছে।’’ আরও মন্তব্য, ‘‘এটা আমার সঙ্গে পেপের লড়াই নয়। রিয়াল বনাম ম্যানসিটির যুদ্ধ। যে কোনও অবস্থায় এ রকম ম্যাচ আকর্ষণীয় হতে বাধ্য।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ