আইপিএলের আশায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করতে ভয় পায় অস্ট্রেলিয়া! বর্তমান খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের এমন উদ্ভট অভিযোগে ক্ষুদ্ধ অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।
ক্লার্কের অভিযোগ উড়িয়ে দিয়ে পেইন জানিয়েছেন, আইপিএলে অবশ্যই মোটা অঙ্কের অর্থ পাওয়া যায়। কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কখনোই অর্থের ওপর ঝোঁক থাকে না।
ক্রিকইনফো-কে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পেইন বলেছেন, ‘আমি ঠিক নিশ্চিত নই বিরাট কোহলিকে কে হাল্কা করে নিয়েছে। তাকে আউট করার তাড়ণা দেখাবে না কিংবা তাকে বিরক্ত করবে না এরকম কাউকেই মনে হয়নি। আমি মনে করি বল হাতে যে কেউ তাকে আউট করতে চাইবে এবং আমরা যখন ব্যাটিং করি তখন অস্ট্রেলিয়াকে জেতাতে চাই। হ্যাঁ মাঠে তাঁর সঙ্গে বিবাদে যেন না জড়ায় সেদিকে খেয়াল রাখতেই হয়।’
আইপিএলের অভিযোগ উড়িয়ে দিয়ে পেইন যোগ করেন, ‘বলার অপেক্ষা রাখে না আইপিএলে অর্থের ছড়াছড়ি। কিন্তু এর মানে এই নয় যে আমরা আইপিএলের জন্যই অপেক্ষা করি। আমাদের ছেলেরা অস্ট্রেলিয়ার জার্সিতে যখন কোনো টেস্ট খেলতে নামে প্রত্যেকে তাঁর শতভাগ দেওয়ার চেষ্টা করে। আইপিএলের চুক্তির কথা কখনোই মাথায় আনে না। সেটা বিরাট কোহলি হোক বা অন্য কোনো ভারতীয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ