২৫ জানুয়ারি, ২০২১ ০৪:২৪

আর্সেনালের সঙ্গে বন্ধন ছিন্ন করে তুরস্কের ক্লাবে ওজিল

অনলাইন ডেস্ক

আর্সেনালের সঙ্গে বন্ধন ছিন্ন করে তুরস্কের ক্লাবে ওজিল

আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে পাড়ি জমালেন সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। রবিবার ইস্তাম্বুলে তুরস্কের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ওজিল।

সেখানে তার বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৩ মিলিয়ন ইউরো। তবে আর্সেনালে তার বেতন ছিল বার্ষিক ২০ মিলিয়ন ইউরো।  

আর্সেনালের জার্সিতে ৮ বছরে ৩টি এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন ওজিল। 

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সেসময়ের ক্লাব রেকর্ড ৪২.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে পাড়ি দেন ওজিল। প্রথম মৌসুমেই এফএ কাপের শিরোপার স্বাদ পান এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। আর তাতে লন্ডনের ক্লাবটির ৯ বছরের শিরোপাশূন্যতার অবসান ঘটে।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী ওজিল জার্মানি জাতীয় দল থেকে অবসর নেন ২০১৮ সালের জুলাইয়ে।

ওজিলের জন্ম জার্মানিতে হলেও তার পূর্বপুরুষরা তুরস্কের। তিনি বিয়েও করেছেন এক তুর্কি নারীকে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো। ওজিলের বিয়েতেও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর