ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে ২২৭ রানে হেরেছে ভারত। দলের হয়ে বলার মতো রান করেছেন একমাত্র বিরাট কোহলি। তার অবদান ৭২ রান। অথচ ম্যাচ হারের জন্য ‘খলনায়ক’ বানানো হচ্ছে তাকেই। সোশ্যাল মিডিয়ায় প্রবল দাবি উঠেছে, টেস্ট ফর্ম্যাটে কোহলিকে সরিয়ে অজিংকা রাহানেকে অধিনায়ক করা হোক।
অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর থেকেই এই দাবি ওঠা শুরু হয়েছে। চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারের পর সেই দাবি হালে বাতাস পেয়েছে। কোহলির ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন নেই, কিন্তু অধিনায়ক হিসেবে তিনি ‘রক্ষণাত্মক’। এই নিয়ে তার অধিনায়কত্বে টানা চারটে টেস্ট হারল ভারত।
তার অনুপস্থিতিতে নেট বোলারদের নিয়ে ঐতিহাসিক সিরিজ জয় এনে দিয়েছেন রাহানে। ট্রোল হচ্ছে তা নিয়েও। কেউ কেউ যুক্তি দিচ্ছেন আইপিএলের। এখন পর্যন্ত কোহলির ক্যাপ্টেন্সিতে আরসিবি একবারও ট্রফি জিততে পারেনি। কোহলি যে ভাল অধিনায়ক নন, এটাই তার প্রমাণ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ