ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে মঙ্গলবার ১-০ গোলে হারিয়ে টানা সপ্তমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রাণহীন পঞ্চম রাউন্ডের এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে অল্প কয়েকটি সুযোগ পায় দুই দল। কিন্তু স্কট ম্যাকটমিনের সৌজন্যে স্বস্তির জয় পায় ম্যানইউ। ৯৭তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের বানিয়ে দেওয়া বলে নিচু শটে গোল করেন ৭৩ মিনিটে বদলি নামা এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে ম্যানইউ কোচ উলা গুনার সুলশার বলেছেন, ‘আমরা শেষ দিকে ১৫ কিংবা ১৭টি শট নিয়েছিলাম, কিন্তু আমাদের আরও নিখুঁত হতে হতো। আগেই ম্যাচ শেষ করা উচিত ছিল আমাদের এবং খেলা শেষ করতে হতো ৯০ মিনিটের মধ্যে। কিন্তু তেমন কিছু হয়নি। আমাদের আরও ভালো ফলের প্রয়োজন ছিল। আগের ম্যাচে এভারটনের কাছে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে তা দরকার ছিল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ