বাইশ গজে ফের মুখোমুখি লড়াইয়ে নামতে দেখা যাবে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। শুধু এই দুই কিংবদন্তিই নন, সঙ্গে থাকবেন ব্রেট লি, বীরেন্দ্র শেবাগ, তিলকরত্নে দিলশান, মুত্তিয়া মুরালিধরনের মতো সাবেকরাও।
সৌজন্যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০। আগামী ২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত রায়পুরের নবনির্মিত স্টেডিয়ামে এই টুর্নামেন্টটি আয়োজিত হতে চলেছে। যাতে অংশ নেবেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটাররা।
গত বছর এই টুর্নামেন্ট প্রথমবার আয়োজিত হয়েছিল। কিন্তু করোনার জেরে গত বছর ১১ মার্চ মাত্র চারটি ম্যাচের পরেই বাতিল হয়ে যায় সিরিজটি। কিন্তু বর্তমানে ভারতে কিছুটা হলেও নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। ভারত-ইংল্যান্ড সিরিজ চলছে। তাই আয়োজকরা এবার টুর্নামেন্টটি আয়োজন করতে উদ্যোগ নিয়েছেন।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্ট মহারাষ্ট্রের রোড সেফটি সেল এবং সুনীল গাভাস্কারের প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (পিএমজি) একসঙ্গে আয়োজন করে। টুর্নামেন্টটির কমিশনারও গাভাস্কার। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আবার শচীন টেন্ডুলকার। গতবার বাতিল হলেও এবার রায়পুরের নবনির্মিত স্টেডিয়ামে তা আয়োজন করা হবে। যার দর্শকসংখ্যা ৬৫ হাজার। টুর্নামেন্টটি চলাকালীন দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ