ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন ইংলিশ অধিনায়ক জো রুট। আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি। এদিকে, বিপরীত ছবি বিরাট কোহলির। দীর্ঘদিন বড় রান না পাওয়ায় পাঁচ নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক।
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানে জয় পায় ইংল্যান্ড। আর এই জয়ে বড় ভূমিকা নেন ইংলিশ ক্যাপ্টেন জো রুট। ২১৮ রানের ম্যারাথন ইনিংস খেলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টেও সেঞ্চুরি করেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২২৮ ও ১৮৬ রান ইনিংস খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন রুট। এই ধারাবাহিক পারফরম্যান্সের জেরে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দু’ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি।
বিরাট কোহলি ও অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানেকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসেন রুট। ২০১৭ সালের পর এটাই তার সর্বোচ্চ ব়্যাংকিং। রুটের রেটিং পয়েন্ট ৮৮৩। যার ফলে ফের এক নম্বরের দৌড়ে চলে এলেন ইংল্যান্ড অধিনায়ক। রুটের আগে রয়েছেন স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন কিউয়ি অধিনায়ক। অর্থাৎ উইলিয়ামসনের থেকে ৩৬ পয়েন্ট পিছিয়ে রুট। আর ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে দু’ নম্বরে রয়েছেন স্মিথ। এক ধাপ পিছিয়ে চার নম্বরে রয়েছেন মার্নাস ল্যাবুশানে।
তবে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পর ফের বাইশ গজে ফেরেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে খেলেননি ভারত অধিনায়ক। পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরেছিলেন বিরাট। কিন্তু পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফেরেন কোহলি। চিপকে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম দশে বিরাট ছাড়া রয়েছেন ভারতের আরও এক ব্যাটসম্যান। চিপকে ৮৮ রানের ইনিংস খেলে ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ