আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএল নিলামে উঠছেন ২৯২ জন। গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) রাতে এবারের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এই ২৯২ জনের তালিকায় বিদেশি ক্রিকেটার ১২৫ জন। ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার। ৩ জন ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশের। একাধিক চমকপ্রদ নাম রয়েছে তালিকায়। তেমনই বাদ পড়েছেন শ্রীশান্তের মতো বিশ্বকাপজয়ী তারকা।
আটটি ফ্র্যাঞ্জাইজি সব মিলিয়ে মোট ৬১ জন ক্রিকেটার কিনতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন ২২ জন। সবচেয়ে বেশি ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ১০ জন। তারা হলেন- কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, সাকিব আল হাসান, কলিন ইনগ্রাম।
দেড় কোটির বেস প্রাইস রেখেছেন ১২ জন। ১১ জন ক্রিকেটার বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৭৫ লাখ টাকা বেস প্রাইস ১৫ জনের। ৬৫ জনের বেস প্রাইস ৫০ লাখ। বাকিদের বেস প্রাইস ২০ লাখ টাকা। শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের বেস প্রাইস ২০ লাখ টাকা। অর্জুন টেন্ডুলকার ক্রিকেটার হিসেবে এখনও সেভাবে দাগ কাটতে পারেননি ঠিকই। কিন্তু তার প্রতি সমর্থকদের আগ্রহ নেহাত কম নয়।
এবার ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুযোগ পাওয়ার সুবাদে আইপিএলের নিলামে নাম লেখাতে পেরেছেন অর্জুন। তারপর থেকে জল্পনা শুরু হয়েছে আইপিএলে কি দল পাবেন শচীনপুত্র? পেলেও কোন দল তাঁকে কেনার আগ্রহ দেখাবে? সম্ভাবনা সব থেকে বেশি মুম্বাই ইন্ডিয়ান্সের।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ