ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ৪০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ১১ রানের হারায় সৌম্য ও শান্তর উইকেট। এরপর ৭১ রানের মধ্যে তামিম-মুমিনুলকে হারিয়ে কার্যত কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।
১০৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। ৭১ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশের ভরসা এখন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। ৩৩ রানে মুশফিক ও ১০ রানে মিথুন ব্যাট করছেন। এখন পর্যন্ত টাইগাররা পিছিয়ে আছে এখনও ২৯৩ রানে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ