ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লজ্জার হারের পর ঢাকা টেস্টেও বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৪০৯ রানের সামনে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। তবে বিপর্যয়ের মুখে তৃতীয় দিনে ব্যাট হাতে দলকে সঠিক পথেই নিয়ে যাচ্ছিল লিটন-মিরাজ জুটি। এমন সময় টাইগার শিবিরে হানা দিয়েছে রাহকিম কর্নওয়াল। লিটন দাশকে ১৩৩ বলে ৭১ রানে ফেরান তিনি।
এর পরপরই বিদায় নেন নাঈম হাসান। সেই কর্নওয়ালের বলেই শূণ্য রানে বিদায় নেন তিনি।
এর আগে, লিটন দাশের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে ফলোঅন এড়াতে সাহায্য করার পাশাপাশি ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। সপ্তম উইকেটে দু’জনে করেন ১২৬ রান। মিরাজের আগে ধৈর্যশীল ইনিংসে ফিফটি করেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯২.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে বাংলাদেশ।
এর আগে মুশফিকুর রহিমের বিদায়ের পর দল যখন চূড়ান্তভাবে ধুঁকছিল, ঠিক সেই সময় বাংলাদেশের ত্রাতা হলেন লিটন ও মিরাজ। তাদের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় ২১০ রান করে ফলোঅন এড়ায় টাইগাররা।
এর আগে নিজের টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। ২২ টেস্ট ও ৩৭ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি।
দিনের শুরুতে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে ৭১ রান করার পর বিদায় নেন মোহাম্মদ মিঠুন। রাহকিম কর্নওয়ালের বলে ব্যক্তিগত ১৫ রানে ফেরেন তিনি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৪০৯ রানের বিশাল সংগ্রহ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ