টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর পাকিস্তান দল ঢাকায় চলে এলেও দুবাইয়ে ছিলেন অধিনায়ক বাবর আজম ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অবশেষে আজ ঢাকায় এসেছেন এই দুই তারকা।
মঙ্গলবার সকালে বাবর ও মালিককে বহনকারী ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ তাদের কোভিড টেস্ট করা হবে। করোনা নেগেটিভ হলে তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে না। তারা সরাসরি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারবেন।
১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার রিজওয়ান। বাবর ও মালিকের বুধবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
ঢাকা সফরে পাকিস্তান দল ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে মিরপুরে। ২০ ও ২২ নভেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে। ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ