২৮ নভেম্বর, ২০২১ ০৮:৩৩

দুই দল সমান অবস্থানে, দাবি লিটনের

অনলাইন ডেস্ক

দুই দল সমান অবস্থানে, দাবি লিটনের

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ও পাকিস্তান দুই দল সমান অবস্থানে রয়েছে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশ দলের শতক হাঁকানো ব্যাটার লিটন দাস।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'গতকাল ৪ উইকেট চলে যাওয়ার পর আমরা খারাপ অবস্থানে ছিলাম। কিন্তু পরবর্তী দুই সেশনে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আগামীকাল (আজ) সকালে আমরা যদি দ্রুত কয়েকটি উইকেট নিতে পারি আমাদের জন্য ভালো হবে। সবে মাত্র দুই দিন, এরমধ্যে অবস্থান বিচার করার সময় আসেনি। এখনও দুই দলেরই সমান অবস্থান রয়েছে। আজ (গতকাল) যদি আরও কিছু রান করতে পারতাম স্কোরবোর্ডটা ভালো দেখাতো। '

বিশ্বকাপের ব্যর্থতার পর দল থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েন লিটন। এমন অবস্থায় টেস্ট নিয়ে আলাদা কোনো পরিকল্পনা ছিল কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আলাদা করে কোনো প্রস্তুতি ছিল না। টেস্টের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকুই নিয়েছি।

তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়ায় টেস্টে এমন ভালো ফলাফল হয়েছে বলে মনে করেন তিনি। এসময় ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছেন জানিয়ে বাংলাদেশ দলের এই ওপেনার বলেন, 'সবাই ধারাবাহিক হতে চেষ্টা করে। এমন না যে যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে পারবো। কাল যখন আমি মাঠে নামবো তখন অবশ্যই আবারও শূন্য থেকেই শুরু করতে হবে।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর