১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫১

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারতকে টপকে গেল পাকিস্তান

অনলাইন ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারতকে টপকে গেল পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে তারা টপকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। মাত্র একটি ম্যাচ খেলে শীর্ষে আছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারায় পাকিস্তান। এই জয়ের সুবাদে পাকিস্তানের মোট পয়েন্ট ২৪ (৬৬.৬৬ শতাংশ)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুটি ম্যাচে জিতেছে। হেরেছে একটিতে। এই টুর্নামেন্টে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকার মাপকাঠি নির্ধারিত হয় না। গতবারের মতো শতাংশের ভিত্তিতেই দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে।

ভারত পাঁচ ম্যাচ খেলে দুটি ম্যাচে জিতেছে। অমীমাংসিত থেকেছে দুটি ম্যাচ। একটি ম্যাচে হেরেছে। সেই মতো ভারতের ৩২ পয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্লো ওভার-রেটের কারণে দুই পয়েন্ট কাটা গেছে তাদের। তাই পাঁচ ম্যাচে ভারতের ৩০ পয়েন্ট (৫০ শতাংশ)।

ভারতের পর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৩৩.৩৩ শতাংশ), নিউডিল্যান্ড (৩৩.৩৩ শতাংশ), ইংল্যান্ড (২৯.১৭ শতাংশ) ও বাংলাদেশ (শূন্য শতাংশ)।

১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। একটি ম্যাচ খেলে একটিতেই জয় পেয়েছে লঙ্কানরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর