জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মেহেদি হাসান মিরাজকে নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে কুমিল্লার হয়ে তৃতীয় ম্যাচে এসে খেলা শুরু করেছেন লিটন দাস। দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে কুমিল্লা।
মিরাজ মিয়ে গতকাল দিনভর চট্টগ্রামে চলেছে নাটক। রাতে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে অবসান হয় ভুল বোঝাবুঝির। এ ছাড়া লিটন কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলেননি। নিউ জিল্যান্ড থেকে ফিরে ছিলেন বিশ্রামে। চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দিয়ে আজ মাঠে নেমেছেন।
চট্টগ্রামের একাদশে কোন পরিবর্তন আসেনি। অন্যদিকে কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন ও আরিফুল হক। বাদ পড়েছেন মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন।এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে চট্টগ্রাম। কুমিল্লা দুই ম্যাচ খেলে জিতেছে দুইটিতেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ